
অসমের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি। প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার ২২ ও ২৩ সেপ্টেম্বর ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে। এই দুই দিন রাজ্যজুড়ে সমস্ত মদের দোকান, বার ও মদ্যপান সংক্রান্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে।
অসম সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে রাজ্যবাসী শোকস্তব্ধ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এবং সামাজিক পরিবেশ শান্ত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সব জেলায় মদ বিক্রি নিষিদ্ধ থাকবে, কোনও ধরনের পার্টি বা উৎসবেও মদ্যপান করা যাবে না।
জুবিন গার্গ, যিনি শুধু সংগীতশিল্পী নন, ছিলেন অসমের সংস্কৃতি, প্রতিবাদ ও মানবিকতার মুখ, তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গানের মাধ্যমে সমাজের নানা প্রশ্ন তুলে ধরার পাশাপাশি তিনি বহু সমাজকল্যাণমূলক কাজেও যুক্ত ছিলেন।
গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে সর্বজনীন সভার আয়োজন করা হয়েছে, যেখানে হাজার হাজার অনুরাগী, শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
রাজ্য সরকারের এই ‘ড্রাই ডে’ ঘোষণা তাঁর প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সামাজিক সংহতির বার্তা বহন করে বলে মনে করছেন বিশ্লেষকরা।