
ধর্মশালা বিমানবন্দর বন্ধ হয়েছে অপারেশন সিঁদুরের প্রভাবে। ফলে আগামী ১১ মে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচ কী ভাবে হবে তা নিয়ূড় শুরু হয়েছিল জল্পনা। ধর্মশালা থেকে সেই ম্যাচ সরে গেল অহমদাবাদে। বৃহস্পতিবার গুজরাত ক্রিকেট সংস্থার সচিব অনিল পটেল এ কথা জানিয়েছেন । বোর্ডের তরফ থেকে যে কোনও মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। বৃহস্পতিবার ধর্মশালায় পঞ্জাবের সঙ্গে দিল্লির যে খেলা রয়েছে। সেটাই ওই মাঠে শেষ ম্যাচ। এর পর দুই দলকেই অন্যত্র যেতে হবে। কারণ ধর্মশালার আশেপাশে থাকা দুই বিমানবন্দর অমৃতসর এবং চণ্ডীগড় দুটিই বন্ধ রাখা হয়েছে। এর ফলে মুম্বইয়ের পক্ষে ধর্মশালায় পৌঁছোনো সম্ভব নয়।
অনিল পটেল সংবাদ সংস্থাকে বলেছেন, বোর্ড তাঁদের অনুরোধ করেছিল। তাঁরাও রাজি হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স আজই অহমদাবাদ চলে আসছে। পঞ্জাব কবে আসবে সেটা পরে জানা যাবে। মুম্বই ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় যেতে পারেনি। এ বার পরিকল্পনা বদল করে তারা যাচ্ছে অহমদাবাদে। বিমানবন্দর বন্ধ থাকায় পঞ্জাবকে সম্ভবত সড়কপথেই অহদমদাবাদ যেতে হবে।
দিল্লিকেও সড়কপথে নিজেদের শহরে ফিরতে হতে পারে। তবে এখনও সে বিষয়টি চূড়ান্ত হয়নি। বোর্ডের এক আধিকারিকের মতে, ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রাখতে হবে। পাহাড়ি রাস্তায় হয়তো দু’ভাগে যাত্রা হতে পারে। প্রথমে বাসে, তার পরে ট্রেনে। বৃহস্পতিবার বিকেলেই সব চূড়ান্ত হবে। ম্যাচের পরেই হয়তো দুই দলকে বেরিয়ে পড়তে হবে। ধর্মশালা স্টেডিয়াম থেকে রেল স্টেশন দু’ঘণ্টা দূরেই রয়েছে। ফলে ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পঞ্জাব।