November 21, 2024

শহরের যানজট সমস্যা মেটাতে জলপাইগুড়ি পুরসভা টোটো রেজিস্ট্রেশন ও টেম্পুয়ারি আইডিন্টি নম্বর অথাৎ টিন দেওয়া হচ্ছে। বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়রানি বন্ধ করতে রাস্তায় নামল সিটু অনুমোদিত ই-রিকশা চালক ইউনিয়ন। এ দিন শহরে মিছিল করে পুরসভা ঘেরাও করল টোটো চালকরা। পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাঘু করে টোটো সংগঠন পুলিশের সঙ্গে বৈঠকের পর। সেই নিয়মে উল্লেখ রয়েছে যার টোটো তাঁর নামে পুরসভার টোটো রেজিস্ট্রেশন হবে ও আই কার্ড, টিন দেওয়া হবে।

 টোটো কোথা থেকে কেনা হয়েছে সেটার জিএসটি বিল দিতে হবে প্রত্যেক টোটো চালককে। পুরোনো টোটো কেউ যদি কিনে থাকেন সেই ক্ষেত্রে আগের টোটোর মালিকের নামে জিএসটি বিল থাকা বাধ্যতামূলক। এ দিন আন্দোলনকারীদের প্রতিনিধিরা টোটো বৈঠকে থেকেও এ দিন আন্দোলনের পর দাবি করছেন সকল টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে। শহর ও গ্রামের টোটো ভেদাভেদ করা যাবে না। প্রশ্ন উঠছে বৈঠকে থেকে পুরসভার সিদ্ধান্তের পক্ষে থেকে এখন কেন তাঁরা আন্দোলন করছেন। যদিও পুরসভার দাবি, টোটো নিয়ে রাজনীতি করতে কেউ কেউ এই ধরণের আন্দোলন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *