
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের একটি দুর্নীতির অভিযোগ উঠল।
এবার তার তদন্তে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শহরের পাঁচটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন সকাল থেকে শহর কলকাতার পাঁচটি জায়গায় হানা দেয় ইডি। এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
দক্ষিণ কলকাতার কড়েয়া থানার অদূরে ৬ নং তারক দত্ত রোডে একটি বাড়িতে পৌঁছয় ইডি। আইনজীবী মুনমুন বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্বামী দেবাশিস বন্দ্যোপাধ্যায় সেখানে থাকেন। সেই সঙ্গেই নিউটাউনে সিই ২৮ আবাসনের চার তলাতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে বলে খবর। সেখানে এডুকেশন ওয়ার্ল্ড নামক একটি কোচিং সেন্টার চালানো হতো।