August 27, 2025
2 (1)

ত্রিপুরায় চারটি স্থানে ইডি হানা দিয়েছে। আর্থিক দুর্নীতি, জমি মাফিয়া এবং অন্যান্য অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার সন্দেহে ইডি-র ধরপাকড় শুরু হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ইডি-র এই অভিযান। শেষ হয়েছে অধিক রাতে। এই দিন পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি এবং সিপাহীজলা জেলায় একটি স্থানে ইডি অভিযান চালিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় খয়েরপুর, কাঞ্চনপল্লী এবং ক্যাম্পেরবাজার ও সিপাহীজলা জেলায় নলছড়ে ইডি-র আধিকারিকরা ব্যাপক তল্লাশি চালিয়েছেন। ওই তালিকায় প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা থেকে শুরু করে আরো অনেকেই রয়েছেন।

খয়েরপুর  উৎপল কুমার চৌধুরীকে কেন্দ্র করেই আজকে ইডি রাজ্যে অভিযান চালিয়েছে। তাঁর বিরুদ্ধে পশ্চিমবঙ্গেও মামলা রয়েছে  বলে সূত্রে জানা গেছে। উৎপল কুমার চৌধুরী সম্পর্কে  সিপিআইএম নেতা তথা ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী  পবিত্র করের ভাগ্নে হন। তবে, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। সিপাহীজলা জেলায় মেলাঘর থানাধীন পশ্চিম নলছড়ের বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা হারাধন বৈদ্যের জামাতা হন তিনি। আজ ইডি সকাল থেকে তাঁদের বাড়িতেই হানা দিয়েছে।

সূত্রের খবর, ইডি আজ আগরতলার বাদারঘাটের বাসিন্দা পরিতোষ ভৌমিকের ভাড়াটিয়া মিহির দেবনাথের ঘরেও তল্লাশি চালিয়েছে। এছাড়া, এডি নগরের ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অবসরপ্রাপ্ত দমকল কর্মী স্বরূপ বনিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে। জানা গেছে শ্রী বণিকের  ভাই টিসিএস অফিসার সোমেশ বণিক। তিনি বিশালগড় মহকুমা শাসক অফিসে কর্মরত রয়েছেন। তবে আজকের এই অভিযান ইডি-র অভিযান কে কেন্দ্র করে রাজ্যবাসীর মধ্যে এক কত হল সৃষ্টি হয়েছে। যে কি কারনে এক যুগে এতগুলো বাড়িতে ইডি-র অভিযান একই সময়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *