
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতেই ত্রিপুরায় চারটি স্থানে ইডি হানা দিয়েছে। আর্থিক দুর্নীতি, জমি মাফিয়া এবং অন্যান্য অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকার সন্দেহে ইডি-র ধরপাকড় শুরু হয়েছে।
খয়েরপুর থানাধীন বোধজং নগর থানাধীন উৎপল কুমার চৌধুরীকে কেন্দ্র করেই আজকে ইডি রাজ্যে অভিযান চালিয়েছে। প্রশ্ন হল, ওই ব্যক্তির সাথে রাজনৈতিক এবং সাধারণ নাগরিকের যোগসাজশের ভিত্তি কিভাবে খোঁজা হচ্ছে, তার কিনারা কোথায় গিয়ে ঠেকবে, সবই একপ্রকার ধোয়াশার মধ্যে রেখেই আজকের দিনটি পার হয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি এবং সিপাহীজলা জেলায় একটি স্থানে ইডি অভিযান চালিয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় খয়েরপুর, কাঞ্চনপল্লী এবং ক্যাম্পেরবাজার ও সিপাহীজলা জেলায় নলছড়ে ইডি-র আধিকারিকরা ব্যাপক তল্লাশি চালিয়েছেন। ওই তালিকায় প্রাক্তন মন্ত্রী, অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা থেকে শুরু করে আরো অনেকেই রয়েছেন।