বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কিছু সময়ে নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন মিলেছে। তবে এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
জামিন পেতে মরিয়া হয়ে উঠেছে পার্থ। আগেই জামিনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই মামলার শুনানিতেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিচারপতি সূর্যকান্ত মিশ্রের প্রশ্ন, “আপনাদের সাজা ঘোষণার হার কত? তা তো অত্যন্ত খারাপ, ৬০ থেকে ৭০ শতাংশ হলেও বোঝা যেত।”
পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে টাকার উদ্ধারের সেই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পার্থর হয়ে আদালতে জোর সওয়াল করেন তার আইনজীবী মুকুল রোহতগী।