
বিগত বেশ কিছুদিন ধরে চলছে আন্দোলন। ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার ধ্যেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
তিনি বিশ্ববিদ্যালয় চত্বরে যাওয়া মাত্রই তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্লোগান দিতে শুরু করেন ছাত্ররা। তারপরেই এবার শিক্ষামন্ত্রীর নিরাপত্তা বাড়াল নবান্ন। যাদবপুরের ছাত্র বিক্ষোভ আন্দোলনের ঘটনায় একাধিক ছাত্র আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। একই সাথে অভিযোগ উঠছে বিশ্ববিদ্যালয় চত্বরে উপস্থিত শিক্ষামন্ত্রীসহ একাধিক অধ্যাপককে হেনস্তা করা হয়েছিল।
অন্যদিকে ওয়েব কুপার তরফের সাংবাদিক বৈঠক থেকে দাবি করা হচ্ছে শিক্ষা মন্ত্রীর গাড়িতে পরিকল্পনা করেই হামলা করা হয়েছিল। ইতিমধ্যেই এই যাদবপুর কাণ্ডের জল গড়িয়েছে আদালতে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অভিযোগ তুলে দায়ের হয়েছে মামলা।