নির্ধারিত সময়েই শুরু হবে নির্বাচন, জোর কদমে চলছে প্রস্তুতি। ঠিক এই আবহেই জম্মু ও কাশ্মীরে জনসভায় ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৪২ বছরে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কাশ্মীরে কোনও সমাবেশে ভাষণ দিচ্ছেন।
তবে, নিরাপত্তার দিক থেকেও এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এদিকে, প্রধানমন্ত্রী মোদীর কাশ্মীর সফরের আগে সেখানে এনকাউন্টারে খতম হয়েছে সন্ত্রাসবাদীরা। উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট হবে আগামী ১৮ সেপ্টেম্বর।
দ্বিতীয় দফার ভোট হবে ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ভোট হবে ১ অক্টোবর। এদিকে, ভোট গণনা হবে আগামী ৪ অক্টোবর। জম্মু ও কাশ্মীরে ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য যে, জম্মু ও কাশ্মীরে প্রতিনিয়ত সন্ত্রাসবাদী হামলা হচ্ছে। যেখানে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে।