July 1, 2025
WhatsApp Image 2025-07-01 at 17.52.47

তেলঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়ল।  জেলার পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ সংবাদকে জানিয়েছেন, কারখানার ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অপরদিকে, আহতদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন।  জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা ওই কারখানার আশপাশে উদ্ধারকাজ চালাচ্ছেন ।

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি মঙ্গলবার বেলায় ঘটনাস্থলে যেতে পারেন । সোমবার তেলঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের একটি রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দৌড়ে  দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে । প্রাথমিক ভাবে জানা যায়, বিস্ফোরণে ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েক জন আহত হয়েছেন । কিন্তু  মৃতের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার হতে থাকে একের পর এক দেহ।

তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিংহ ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়ে জানান, কারখানাটির ছাদ বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছিল এবং সেই সময় কারখানায় কাজ করা অনেক শ্রমিকের দেহ প্রায় ১০০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানাটিতে ৯০ জন কাজ করছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই কারখানায় রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের সামগ্রী তৈরির বিস্ফোরণ ঘটে। তবে এই বিষয়ে পূর্ণ তদন্ত শেষ না-হলে নিশ্চিত ভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *