
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জমানায় হাসপাতালের অন্দরে হওয়া একাধিক দুর্নীতির অভিযোগ। বর্তমানে এই মামলার তদন্ত করছে সিবিআই, উঠে এসেছে বিস্ফোরক দাবি।
দাবি করা হয়েছে, আরজি কর হাসপাতালে দরপত্র ভরতে ভুয়ো এবং জাল নথি বানিয়েছিলেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতি মামলার চার্জশিটে সিবিআই দাবি করেছে, সন্দীপের মদতে টেন্ডারে কারচুপির পাশাপাশি টেন্ডারের বরাত পাওয়ার জন্য লক্ষ লক্ষ খরচ করে ভুয়ো নথিও তৈরি করেছিলেন সন্দীপ ঘনিষ্ঠ সুমন হাজরা ও বিপ্লব সিংহ।
প্রাক্তন অধ্যক্ষের নির্দেশ মতোই ভুয়ো নথি দিয়ে দরপত্র ভরেছিলেন। সিবিআইয়ের দাবি, বিপ্লবের বাড়ির কাছে অমিত জেরক্স সেন্টার অ্যান্ড বুক স্টল নামের একটি জেরক্সের দোকানে বহু ফার্মের লেটার হেড কপি পাঠানো হয়েছিল। সেই দোকানের কর্ণধার অমিত কুণ্ডুর কাছে কখনও হোয়্যাটস অ্যাপের মাধ্যমে, কখনও আবার সরাসরি নানান ফার্মের লেটার হেড কপি পাঠানো হতো।