
সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ‘সুপ্রিম শুনানি’ হয়েছে। শীর্ষ আদালতে তদন্তের স্টেটাস রিপোর্ট পেশ করেছে সিবিআই। তা দেখে আদালতের প্রশ্ন, নির্যাতিতার চোখে চশমা এল কীভাবে?
এদিন কেন্দ্রীয় এজেন্সির স্টেটাস রিপোর্ট দেখার পরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় জানতে চান, মরদেহে চশমা কেন পরানো ছিল? অভিযোগ উঠেছে, ঘটনার সময় ওই তরুণী চিকিৎসক ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেক্ষেত্রে কীভাবে তাঁর চোখে চশমা পরানো থাকতে পারে?
জানা যাচ্ছে, সিবিআইয়ের পেশ করা তদন্তের অগ্রগতির রিপোর্টে বলা হয়েছে, নির্যাতিতার শরীরে চশমা এবং চুরি থাকার কারণে আঘাতের চিহ্ন বেশি দেখা গিয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই এই নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি।