
বেলেঘাটায় বরফ কারখানার অদূরে রাস্তার ধারের দোকানে হঠাৎ-ই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে সংলগ্ন বেশ কয়েকটি দোকানও। ওই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত এক জন আহত হয়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বেলেঘাটা সেল্স ট্যাক্সের দফতরের কাছে রাস্তার ধারের একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। আর মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। জ্বলতে থাকে সংলগ্ন বেশ কয়েকটি দোকান। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় । খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয়। কিন্তু দীর্ঘ ক্ষণের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা যাচ্ছে। এ দিকে, আগুনের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।
স্থানীয়েরাই মতে, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে,যে কোনও ভাবে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিপত্তি এবং সেই থেকেই আগুন ছড়িয়ে পড়েছে । বিপদ এড়াতে সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে ওই রাস্তায় যান চলাচল । দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন ।