July 9, 2025
loot 2

এন্টালিতে লুটের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে । ট্যাক্সি থেকে ২.৬৬ কোটি টাকা লুটের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ২৯ লক্ষ টাকা উদ্ধার করেছে । পুলিশ সুত্রে জানা গেছে, লুটের ঘটনায় ধৃতেরা হলেন সঞ্জীব দাস চ, মহম্মদ সরফরাজ, রিজু হাজরা, শাহরুখ শেখ, আলমগির খান। বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার দুপুর প্রায় ১২টা নাগাদ এসএন ব্যানার্জি রোডের অফিস থেকে একটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে ট্যাক্সিতে উঠেছিলেন দুই কর্মচারী।তাদের ব্যাগে ছিল দুই কোটি ৬৬ লক্ষ টাকা। সেই টাকা তাঁরা ব্যাঙ্কে জমা দিতেই যাচ্ছিলেন । তাদের অভিযোগ, ট্যাক্সি ফিলিপ্‌স মোড়ের কাছে পৌঁছোতেই দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঐ ট্যাক্সিতে ওঠেন। তাঁরা ট্যাক্সিতে উঠেই কামারডাঙা এলাকায় একটি নির্জন গলিতে ট্যাক্সিটিকে নিয়ে যান এবং সব টাকা লুট করে পালান। লুটের ঘটনায় এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

সংস্থার  দুই কর্মী থানায় পুরো ঘটনাটি জানান। অভিযোগটি পাওয়ার পরে তদন্ত শুরু করে এন্টালি থানার পুলিশ। পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত সঞ্জীবের এক বন্ধুর বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। সঞ্জীবকে জেরা করেই সেই তথ্য পেয়েছিল পুলিশ। আর এক অভিযুক্ত আলমগিরের তপসিয়ার বাড়ি থেকে তিন লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *