সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের হাতে হাতকড়া পড়েছে।
মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ। সেই সঙ্গেই সন্দীপ সহ ৪ জনকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। প্রাক্তন অধ্যক্ষের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সুমন হাজরা, বিপ্লব সিং এবং আফসার আলিকে। ধৃতদের আদালতে তোলার পর ১০ দিনের হেফাজতের আবেদন জানায় সিবিআই।
কেন্দ্রীয় এজেন্সির আইনজীবী আদালতে জানান, আরজি কর দুর্নীতি কাণ্ডে নানান জায়গায় তল্লাশি অভিযান করে প্রচুর নথি উদ্ধার এবং সংগ্রহ করা হয়েছে। সঙ্গে সাক্ষীদের জেরা করেও হাতে এসেছে প্রচুর তথ্য। দুর্নীতিতে অভিযুক্ত ৪ ব্যক্তি একে অপরের সঙ্গে যুক্ত বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর।