April 19, 2025
gambhir

রোহিত শর্মা, বিরাট কোহলিরা চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তীতে আইপিএলে ব্যস্ত হয়ে পড়লেও গৌতম গম্ভীরের কিন্তু ছুটি। আগামী তিন মাস ভারতীয় দলের কোনও সূচি নেই। আর এই সুযোগে আইপিএল শুরুর আগের দিন ছুটি কাটাতে সপরিবারে ফ্রান্সে গেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।

গম্ভীর স্ত্রী নাতাশা এবং দুই মেয়ে আজ়িনা, আনাইজ়াকে নিয়ে ছুটি কাটাতে গেলেন। টানা ক্রিকেটীয় ব্যস্ততা থেকে নিলেন কয়েক দিনের মুক্তি। আগামী জুনে ইংল্যান্ড সফরের আগে ভারতীয় দলের কোনও সূচি নেই। এই সুযোগেই মানসিক এবং শারীরিক ক্লান্তি কাটাতেই ফ্রান্সে বেড়াতে গেলেন গম্ভীর। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ের ব্যর্থতার পর বেশ চাপে ছিলেন গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফি তাঁর জন্য ছিল কিছুটা চাকরি বাঁচানোর লড়াই। বর্ডার-গাওস্কর ট্রফির পরই তাঁকে কড়া বার্তা দিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় সাজঘরের পরিবেশ নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। স্বাভাবিক ভাবেই আবার ব্যর্থ হলে তাঁর নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের সাফল্য নিশ্চিত ভাবে ভারতীয় দলের কোচকে মানসিক ভাবে স্বস্তি দিয়েছে।

সাফল্যের এই সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন গম্ভীর। ভারতীয় দলের কোচ হিসাবে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জয় হবে তাঁর পরবর্তী লক্ষ্য। সেটা করতে পারলে গত দু’টি টেস্ট সিরিজ়ের ব্যর্থতায় খানিকটা প্রলেপ পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *