October 13, 2025
PST 5

বাংলাদেশে সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়েকে অপহরণ করে খুনের অভিযোগে প্রবল শোরগোল পড়েছে। ইউনূস জমানায় ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতনের একাধিক অভিযোগ উঠেছিল অতীতে। এই ঘটনায় ফের একবার অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারতও।

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘পরিকল্পনা মাফিক নির্যাতন’ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ওপার বাংলার হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর খবর সামনে আসার পরে এক্স হ্যান্ডলে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়ের অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগের সঙ্গে আমরা নজর রেখেছিলাম। এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের আমলে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের অন্যতম উদাহরণ। আগেও এই ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত দোষীরা মুক্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে।’

পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। রণধীর জয়সওয়াল লিখেছেন, ‘এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আবারও অন্তর্বর্তী সরকারকে স্মরণ করাচ্ছি, কোনও অজুহাত না দিয়ে বা পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু ও হিন্দুদের রক্ষা করার দায়িত্ব যেন তারা পালন করে।’

ভারতের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বড় বড় কথা বলেছিল বাংলাদেশের ইউনূস সরকার। পাল্টা ঢাকাকে অবশ্য ঘর সামলানোর বার্তা দিয়েছিল দিল্লি। এরই মধ্যে বাংলাদেশের দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা ভবেশচন্দ্র রায় -এর মৃত্যু ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *