April 18, 2025
train 2

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। অবশেষে বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত ইন্টারসিটি এক্সপ্রেসের অনুমোদন দিল রেলমন্ত্রক। এর পেছনে যেই মানুষটির অবদান ভোলার নয় তিনি নিজেই বাঁকুড়াবাসীকে এই সুখবর দিয়েছেন। কথা হচ্ছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র।

এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করেছিলেন সৌমিত্র খাঁ। তারই অনুমোদন এসেছে। বাঁকুড়াবাসীকে খুশির খবর দিয়ে সৌমিত্র খাঁ ফেসবুকে লিখেছেন, “সুখবর সুখবর সুখবর!! ভারতীয় জনতা পার্টি কথা দিলে কথা রাখে। বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য কাজ করে যাব।

আজ বাঁকুড়া টু হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন এর সময়সূচী দেওয়া হলো।” হাওড়া থেকে বাঁকুড়া ভায়া মশাগ্রাম ডিরেক্ট ট্রেন চালু হলে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ১৮৫ কিলোমিটার হবে যা পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসাবেও কাজ করবে। প্রায় ৪৬ কিলোমিটার দূরত্ব কমছে। ফলে উপকৃত হবেন বাঁকুড়ার লোকজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *