
সদ্যই সমাপ্ত হয়েছে পুজোর পর্ব। এই উৎসবের আবহেই স্কুল ছুটি নিয়ে একটি বৈষম্যের অভিযোগ সামনে আসছিল। এবার সেটা মেটাতেই বড় উদ্যোগ নিল রাজ্য শিক্ষা দফতর! দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যের স্কুলগুলিতে ছুটি শুরু হয়েছে। প্রায় মাসখানেক ছুটি পেয়েছেন স্কুল পড়ুয়ারা।
যদিও এই একটানা ছুটি স্রেফ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পেয়েছেন। আর সেখান থেকেই উঠেছে বৈষম্যের অভিযোগ। আসলে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজোর পরেই পশ্চিমবঙ্গের একাধিক প্রাথমিক বিদ্যালয় খুলে গিয়েছিল। ফের স্কুলে যেতে শুরু করেছিলেন শিক্ষার্থীরা।
তবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়গুলি বন্ধই ছিল। ছুটি নিয়ে এই পার্থক্যের জেরেই বৈষম্যের অভিযোগ উঠতে শুরু করে। সেদিকে নজর রেখে এবার শিক্ষা দফতরের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের হাইস্কুলগুলির