দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার বহুদিন ধরেই পুনায় ওপিএস পুরোনো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
এই আবহে সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য একেবারে নয়া পেনশন স্কিমের ঘোষণা করেছে কেন্দ্র। যদিও সরকারি কর্মীদের দাবি মেনে পুরনো পেনশন স্কিম ফেরানো হচ্ছে না। কেন্দ্র তরফে তার সরকারি কর্মীদের জন্য নতুন যে পেনশন স্কিম (ন্যাশনাল পেনশন স্কিম) ছিল সেটাই থাকছে। সঙ্গে নতুন পেনশন স্কিন হিসেবে ‘ইউনিফায়েড পেনশন স্কিম’ চালু করা হচ্ছে। ২০২৫ সালের ১ এপ্রিল থেকে এটি বলবৎ হবে।
নতুন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের পঞ্চাশ শতাংশ (বেসিক স্যালারির ৫০ শতাংশ) পেনশন হিসেবে পাবে। Assured family pension-এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে সেই কর্মীর পরিবার পেনশন হিসেবে শেষ পাওয়া মোট পেনশনের ৬০% টাকা পাবেন।