
বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। আগামী ২ রা অক্টোবর মহালয়া।
এবার দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের পর্যটন দপ্তরের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ প্যাকেজ। জানানো হয়েছে, শারদোৎসব প্যাকেজ ২০২৪ এর অধীনে ৪ দিন এসি বাসে করে ঘোরানো হবে বিভিন্ন বিখ্যাত পুজো মণ্ডপ। কলকাতা থেকে হুগলি, সাবেকি থেকে থিম পুজো, এই প্যাকেজে থাকছে একাধিক চমক।
৬ ও ৭ অক্টোবরের প্যাকেজের নাম ‘উদ্বোধনী’। রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ঘুরিয়ে দেখানো হবে কলকাতার সব সর্বজনীন পুজোগুলি। ১০ ও ১১ অক্টোবর ‘সনাতনী’ নামক প্যাকেজে সকাল ৮টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত ঘোরানো হবে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলি। ১০ ও ১১ অক্টোবর হুগলির বিভিন্ন পুজো মণ্ডপ ঘোরানোর ব্যবস্থা করা হয়েছে।