April 19, 2025
goverment emply 3

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট চমক দিলেন অর্থদফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

এবারে বাজেটে ৪% শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে সরকারি কর্মীদের। এতদিন ১৪% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। এবারে সেই ডিএ-র পরিমাণ গিয়ে দাঁড়াল ১৮ শতাংশে। পয়লা এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এর আগে পরপর দুবার বাজেটে ডিএ বৃদ্ধি করেছিল মমতা সরকার।

প্রথমে তিন শতাংশ ও পরের বার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল মমতা সরকার। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ চার শতাংশ বাড়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *