
বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ২% হারে ডিএ বাড়াল সরকার।
কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এতদিন তাঁরা ৫৩% হারে ডিএ পাচ্ছিলেন, এবার থেকে ৫৫% হারে পাবেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারি কর্মীরা সুখবর পেলেন। মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজে।
সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া সরকারি কর্মচারীদের ২% হারে ডিএ বাড়ানো হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, এপ্রিল মাসের বেতনের সঙ্গে রাজ্য সরকারি কর্মীরা বর্ধিত হারে ডিএ পাবেন। নগদ হিসেবে সেই বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়া যাবে।