বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় সেজে ওঠে চারদিক। পুজোর আগেই পেনশন ব্যবস্থায় বড় আনল রাজ্য সরকার।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ৬০ বছর পার হওয়া সমস্ত শিক্ষক টানা ১০ বছর কাজ করার অভিজ্ঞতা না-থাকার জন্য পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন, এবার থেকে পেনশনের জন্য আর ছোটাছুটি করতে হবে না। রাজ্যশিক্ষা দফতরই দায়িত্ব নিয়ে তাদের অবসরকালে পেনশনের ব্যবস্থা করে দেবে।
দীর্ঘ দিন ধরেই পেনশনের ক্ষেত্রে শিক্ষা দফতরের নিজস্ব বিধি রয়েছে। এবার সেই সমস্যা দূর করতেই শিক্ষামন্ত্রী জানিয়েছেন ন্যূনতম ১০ বছর চাকরি করলে তবেই পেনশন পাওয়া যায়। পাশাপাশি শিক্ষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভাব-অভিযোগ শোনা এবং সেই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করার জন্য (৯০৮৮৮৮৫৫৪৪) হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে শিক্ষা দফতর।