April 19, 2025
trains

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল যাত্রীদের কথা মাথায় রেখেই নয়া উদ্যোগ। ভারতীয় রেলের নিয়ম বলছে, একজন যাত্রী তার পোষ্যকে নিয়ে ভ্রমণ করতে পারেন ট্রেনে। তবে তার জন্য যাত্রীকে বুক করতে হবে ট্রেনের এসি ফার্স্ট ক্লাস কেবিন বা কুপ।

অর্থাৎ চার-আসনের সম্পূর্ণ কেবিন বা দুই-আসনের কুপ বুক করলে বহন করা যাবে পোষ্যকে। যাত্রীকে তার পোষ্যসহ স্টেশনে এসে পৌঁছাতে হবে ট্রেন ছাড়ার ৩ ঘন্টা আগে। তারপর রেল কর্তৃপক্ষের কাছে ‘লাগেজ’ হিসাবে নথিভুক্ত করতে হবে পোষ্যকে।

এছাড়া যাত্রী যদি চান তাহলে ট্রেনের গার্ড বক্সে কুকুরের বক্সে নিয়ে যেতে পারেন পোষ্যকে। সেক্ষেত্রে বুক করতে হবে গার্ড বক্স। ট্রেনে পোষ্যকে নিয়ে ভ্রমণ করতে চাইলে প্রয়োজন হবে পশু চিকিৎসকের শংসাপত্রের। সেই পোষ্যটিকে সব ধরনের টিকা দেওয়া হয়েছে কিনা তার উল্লেখ থাকতে হবে শংসাপত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *