October 13, 2025
train 1

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের রেল যাত্রীদের কাছে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে সেমি হাইস্পিড বন্দে ভারতে এক্সপ্রেস। ২০২৩ সালের ২৪ ডিসেম্বর পাটনা ও বাংলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করে।

৮ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে টিকিট দিতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। এই আবহে যাত্রী চাহিদা সামাল দিতে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। তবে প্রথম ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু করবে পাটনা এবং লখনউ (গোমতি নগর) এর মধ্যে।

নতুন একটি রেক ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে পাটনায়। খুব শীঘ্রই পাটনা এবং লখনউ (গোমতি নগর) রুটে ১৬ কোচের বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু করবে রেল। ট্রায়াল রান সফল হলে শুরু হবে বাণিজ্যিক পরিষেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *