November 21, 2024

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ এই পরিস্থিতিতে উৎসবের মরসুমেই সুখবর! বকেয়া থাকা আরও একটি কিস্তির মহার্ঘ ভাতার প্রদান করবে রাজ্য, ঘোষণা করল রাজ্য সরকার।

বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের একটি কিস্তির ডিএ এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া একটি কিস্তির ডিয়ারনেস রিলিফের (DR) দেওয়া হবে, জারি হয়েছে বিবৃতি। জানানো হয়েছে নভেম্বর মাসের বেতন বা পেনশনের সঙ্গে সেই কিস্তির DA, DR প্রদান করা হবে।

কেরলের অর্থমন্ত্রী কেএন বালাগোপাল জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশন (এআইসিটিই), মেডিক্যাল সার্ভিসেস-সহ সব ক্ষেত্রের রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের একটি কিস্তির ডিএ এবং ডিআর মিটিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *