
নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর ২০২৫: আসন্ন খরিফ বিপণন মৌসুমে তুলা চাষিদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে (MSP) তুলা সংগ্রহের জন্য সারাদেশে ৫৫০টি সংগ্রহ কেন্দ্র স্থাপন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি তুলা সংগ্রহ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে Cotton Corporation of India (CCI)-কে প্রস্তুত রাখা হয়েছে, যাতে ২০২৫–২৬ মৌসুমে MSP-র আওতায় তুলা সংগ্রহ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বস্ত্র সচিব নীলম শামী রাও, CCI-এর চেয়ারম্যান ললিত কুমার গুপ্তসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংগ্রহ কেন্দ্র স্থাপনের জন্য অঞ্চলভিত্তিক তুলা উৎপাদনের পরিমাণ, কার্যকর APMC ইয়ার্ডের উপস্থিতি এবং স্টক প্রক্রিয়াকরণ সুবিধা বিবেচনা করা হয়েছে। উত্তর ভারতে ১ অক্টোবর, মধ্য ভারতে ১৫ অক্টোবর এবং দক্ষিণ ভারতে ২১ অক্টোবর থেকে তুলা সংগ্রহ শুরু হবে।
এই মৌসুমে চালু হচ্ছে ‘কাপাস-কিষাণ’ মোবাইল অ্যাপ, যার মাধ্যমে কৃষকরা আধার-ভিত্তিক স্ব-নিবন্ধন করতে পারবেন এবং সাত দিনের রোলিং স্লট বুকিংয়ের সুবিধা পাবেন। পুরো প্রক্রিয়া হবে ডিজিটাল, ফেসলেস ও পেপারলেস। MSP-র অর্থ সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে NACH-এর মাধ্যমে জমা হবে এবং SMS-এর মাধ্যমে তথ্য জানানো হবে।
মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “তুলা চাষিদের স্বার্থ রক্ষা এবং ডিজিটাল ইকোসিস্টেমে রূপান্তরের মাধ্যমে তুলা শিল্পকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।” এই পদক্ষেপ ভারতের কৃষি ও বস্ত্র শিল্পে প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা, দক্ষতা এবং কৃষক-কল্যাণের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।