July 20, 2025
india pakistan flag2

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

জানা গিয়েছে, ভারত সরকার নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত একজন পাকিস্তানি আধিকারিককে “পার্সোনা নন-গ্রাটা” অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাঁকে ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করতে বলেছে। ভারতে তাঁর সরকারি মর্যাদা অনুযায়ী আচরণ না করা এবং অবৈধ কার্যকলাপে জড়িত থাকার জন্য ওই পাকিস্তানি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর সাথে, বিদেশ মন্ত্রক পাকিস্তানি হাইকমিশনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে এই মর্মে একটি ডিমার্চ (কূটনৈতিক প্রতিবাদ পত্র) জারি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *