October 13, 2025
pst 5

সংশোধিত ওয়াকফ আইনের সমালোচনা করায় পাকিস্তানকে ধুয়ে দিল ভারত। ইসলামাবাদের মন্তব্য ‘কারও মদতপুষ্ট এবং ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে নয়াদিল্লি।

পড়শি দেশকে স্পষ্ট ভাষায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের ঘরোয়া বিষয়ে পাকিস্তান যেন নাক না গলায়। বরং তাদের দেশের সংখ্যালঘুদের নিয়ে পাকিস্তানের মনোভাব কী, তা কাটাছেঁড়া করা উচিত ইসলামাবাদের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‘ভারতের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের মন্তব্য কারও মদতপুষ্ট এবং ভিত্তিহীন। তাকে মান্যতা দেয় না ভারত সরকার। দেশের ঘরোয়া বিষয় নিয়ে পাকিস্তানের নাক গলানো মেনে নেওয়া হবে না। নিজের চরকায় তেল দেওয়াই মঙ্গল।’

ইসলামাবাদকে একহাত নিয়ে রণধীর জয়সওয়াল আরও বলেন, ‘আয়নায় নিজেদের মুখ দেখুক ওরা। সংখ্যালঘুদের অধিকার রক্ষায় বিষয়ে ওদের রেকর্ড কী, তা কারও অজানা নয়। ফলে অন্যদের জ্ঞান না দেওয়াই ভালো।’

উল্লেখ্য, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের আধিকারিকের অভিযোগ ছিল, ‘নয়া ওয়াকফ আইন ভারতীয় মুসলিমদের ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকার ক্ষুন্ন করছে। এতে সে দেশে আরও কোণঠাসা হয়ে পড়বে সংখ্যালঘু মুসলিমরা এবং সম্পত্তি, মসজিদ, ধর্মীয় স্থানের উপর থেকেও অধিকার হারাবে তারা।’ এই দাবি নস্যাৎ করে দিয়েছে ভারত। তাদের দেশের সংখ্যালঘুদের বর্তমান করুন পরিস্থিতর দিকে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাকিস্তানকে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *