April 19, 2025
arrested 1

হাওড়া ও শালিমার স্টেশন চত্বর থেকে চার জন রোহিঙ্গাকে পাকড়াও করল জিআরপি। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃত ৪ জন হল মহম্মদ আলম, দিলাদার বেগম, রিয়াজুল আলম ও রবিউল আলম। আলমকে হাওড়া স্টেশন চত্বর থেকে ও বাকি ৩ জনকে শালিমার থেকে ধরা হয়েছে।  আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিল। সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে যাচ্ছিল।

শালিমার থেকে ধৃত ৩ জন বাংলাদেশের কক্সবাজার এলাকায় শরণার্থী শিবিরে থাকত। তাদের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে। তাদের কাছে পাসপোর্ট-সহ ভারতে আসার বৈধ কোনও কাগজপত্র ছিল না। দিলাদার বেগমের দাবি তাঁকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। তবে কীভাবে, কী উদ্দেশ্যে, কারা তাঁকে পাচার করল তা জানা যায়নি। কীভাবে সে ভারতে আসে তা স্পষ্ট জানাননি। ঘটনার পুলিশি তদন্ত চলছে।

এদিকে, তিনদিন আগেও বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের স্বরূপদহ এলাকা দিয়ে তিনজন বাংলাদেশের নাগরিক পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে কথায় অসঙ্গতি ধরা পড়ে। তাদের কাছে এদেশের কোনও পরিচয়পত্র পাওয়া যায়নি। ভারতে লাগাতার অনুপ্রবেশ একইসঙ্গে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ পালানোর ঘটনা নিত্য ঘটে চলেছে। বাংলাদেশে ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ভারতে অনুপ্রবেশকারীদের ধরতে তৎপর পুলিশ। যে কারণে প্রায় প্রতিদিনই কখনও পুলিশের হাতে, কখনও বিএসএফের হাতে পাকড়াও হচ্ছে অনুপ্রবেশকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *