
হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার বারথিন এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় একটি বেসরকারি যাত্রীবাহী বাস ধসে পড়া পাহাড়ের ভারী মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলো। এখনও একাধিক যাত্রী ধ্বংসাবশেষের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
প্রাথমিকভাবে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত কয়েকদিন ধরে বিলাসপুর জেলায় টানা ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এই বৃষ্টির জেরে পাহাড়ে মাটি আলগা হয়ে গিয়ে হঠাৎ করেই মারোতান থেকে ঘুমারউইনগামী বাসটির উপর নেমে আসে বিশাল ধস। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি মাটির নিচে চাপা পড়ে যায়।
এই ঘটনায় গোটা হিমাচল প্রদেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘটনাস্থলের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছে ও উদ্ধারকার্যে সেনা ও এনডিআরএফ দলকে কাজ চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে ও কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছে।