ত্রিপুরার দামছড়ায় উদ্ধার এগারো কোটি ছয় লক্ষ টাকার হেরোইন,ধৃত দুই। মাদকের বিরুদ্ধে সর্বদাই তৎপর উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। যদিও দামছড়া থানার ওসির মদতে দামছড়া থানা এলাকা দিয়ে অহরহ মাদক রাজ্যে প্রবেশ করচ্ছে।তাই সে ব্যাপারে কঠোর হাতে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন পুলিশ সুপার। অবশেষে পুলিশ সুপারের নির্দেশে একপ্রকার চাপে পড়ে দামছড়া থানার পুলিশ কাসকাউ পাড়া এলাকার সঞ্জিত দেববর্মার বাড়িতে অভিযান চালিয়ে সাতানব্বই টি সাবানের বাক্সে মজুদ সাতানব্বই প্যাকেটে হেরোইন উদ্ধার করে।
যদিও বাড়ি মালিক সঞ্জিত দেববর্মা পুলিশি অভিযানের আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়।তবে তার স্ত্রী রিনপুই রিয়াং(৩৭) সহ বুদ্ধিরাম দেববর্মা নামের অপর এক ব্যক্তিকে আটক করে পুলিশ। এমর্মে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং জানান, সাতানব্বই প্যাকেটে মোট এক কেজি একশো চৌষট্টি গ্রাম হেরোইন উদ্ধার হয়।যার কালোবাজারি মূল্য আনুমানিক এগারো কোটি ছয় লক্ষ টাকার মতো। গোটা ঘটনায় দামছড়া থানায় একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সাথে পলাতক সঞ্জিত দেববর্মার খোঁজে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি আরো জানান, ধৃতদ্বয়কে শনিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে।তবে পুলিশের প্রাথমিক অনুমান,এই বিপুল পরিমাণ হেরোইন মিজোরাম রাজ্য থেকে দশরত সেতু দিয়ে দামছড়ায় আনা হয়েছিল। পরবর্তীতে এগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচারের কথা ছিল।