
গ্রীষ্মকালীন ছুটির মাঝেই পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে হোজাইয়ের দক্ষিণ বিদ্যানগরের শঙ্করদেব বিদ্যা নিকেতনে হয়ে গেল এক বিশেষ পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠান। সোমবার আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা পরিবেশের তাৎপর্য এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করে।
আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, জল সংরক্ষণ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়। পরিবেশ সংরক্ষণ ফাউন্ডেশনের প্রতিনিধি ও রিসোর্স পার্সন ডঃ প্রদীপ কুমার সাহু এই অনুষ্ঠানের উদ্যোগ নেন। তার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগানো এবং ছোট ছোট ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে একটি সবুজ ভবিষ্যৎ গড়ার জন্য অনুপ্রাণিত করা।
এই সচেতনতামূলক অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিও পালিত হয়। ‘বন মহোৎসব’-এর অংশ হিসেবে সকল অংশগ্রহণকারী সম্মিলিতভাবে বৃক্ষরোপণে অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, কেভি রেঞ্জের রেঞ্জ অফিসার ও তার দল, প্রতিষ্ঠানের প্রধান তপন শর্মা এবং স্কুল পরিচালনা কমিটির প্রতিনিধি অর্জুন সেন সহ মোট ৭০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সকলেই সুস্থ পরিবেশের জন্য কাজ করার অঙ্গীকার করেন।