August 27, 2025
JISHU

বিগত কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তর বিচ্ছেদের খবর নিয়ে তোলপাড় চারদিক। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি দম্পতির কেউই। তবে খবর, অভিনেতা নাকি নিজেরই আপ্ত সহায়কের সঙ্গে প্রেম করছেন। আরও স্পষ্ট করে বললে লিভ ইন করছেন মুম্বইয়ে। এমনকী, এই বিচ্ছেদের কারণে আত্মহত্যা করার চেষ্টাও করেন নীলাঞ্জনা।

ইতিমধ্যেই যিশুর দুই কন্যে সারা ও জারা সেনগুপ্তর সোশ্যাল মিডিয়া পোস্ট বুঝিয়ে দিয়েছে তাঁরা তাঁদের মায়ের পাশেই ঢাল হয়ে রয়েছেন। সারা এখন ১৯ বছরের, জারা পেরোয়নি ১৮-র গণ্ডি, মাত্র ১২ বছরের। এরই আগে মা-কে ‘সবচেয়ে শক্তিশালী মহিলা’ লিখে পোস্ট করেছিলেন সারা। বাবাকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দিয়েছেন।

জারা-ও কদিন আগে তাঁদের মা-কে শুভেচ্ছাবার্তা জানিয়েছে, তাঁর প্রযোজনা সংস্থার ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল ৬০০ পর্ব পার করে ফেলাতে। মায়ের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে জারা লেখে, ‘স্ট্রংগেস্ট পার্সন যাঁকে আমি চিনি…’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *