
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ বন্ধ থাকায় ঘোর অনিশ্চয়তায় ডুবেছে রাজ্যের শিক্ষাব্যবস্থা।
তবে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সম্প্রতি এসেছে নতুন মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি তালিকায় থাকা এই প্রভাবশালীরাই পার্থ চট্টোপাধ্যায়ের কাছে চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন। গতবছরই বিকাশ ভবনে অভিযান চালিয়ে এই সুপারিশ তালিকা হাতে পেয়েছিল সিবিআই।
সম্প্রতি সেই নথি প্রকাশ্যে আসতেই দেখা যাচ্ছে সেখানে নাম রয়েছে, দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতাবালা ঠাকুর, শওকত মোল্লাদের। জানা যাচ্ছে সুপারিশের তালিকায় থাকা মোট ১৩৪ জন চাকরিপ্রার্থী চাকরি পেয়েছেন।