
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণির মহিলাদের মাসিক ১০০০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলাদের মাসিক ১২০০ টাকা করে দেওয়া হয়।
সম্প্রতি আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলা এই স্কিমের জন্য আবেদন করেছেন। তাঁদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে, এখন তা বাড়ি বসেই জানা সম্ভব। লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে https://socialsecurity.wb.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে। এরপর ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ অপশনে ক্লিক করতে হবে।
তাহলে ‘অ্যাপ্লিকেশন আইডি’, ‘মোবাইল নম্বর’, ‘আধার কার্ড নম্বর’ এবং ‘স্বাস্থ্যসাথী কার্ড নম্বর’, এই চারটি বিকল্প আসবে। এর মধ্যে যে কোনও একটি বিকল্প বেছে সেটি টাইপ করতে হবে। এরপর নির্দিষ্ট ক্যাপচা কোড লিখে সার্চ করলেই ৯ সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে। সেই সঙ্গেই আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাসও স্ক্রিনে ফুটে উঠবে।