October 12, 2025
dhosh1

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে হিমাচল প্রদেশে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত শুধুমাত্র হিমাচলেই মৃত্যু হয়েছে ২৯৮ জনের।

তাঁদের মধ্যে ১৫২ জনের মৃত্যু হয়েছে অতিরিক্ত বৃষ্টির জেরে হড়পা বান এবং ভূমি ধসে। অন্যদিকে ১৪৬ জনের মৃত্যুর কারণ গাড়ি দুর্ঘটনা। অতিবৃষ্টির জেরে রাস্তা ক্ষতিগ্রস্ত করে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। তার জেরেই মৃত্যু। হিমাচলের প্রায় ৪০০-র বেশি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পানীয় জল পাওয়া যাচ্ছে প্রায় ৫১ টি জায়গায়। মাত্র একমাসের মধ্যে অতিবৃষ্টির জেরে পরিকাঠামো ভেঙে পড়েছে হিমাচলে। বহু রাস্তা, জাতীয় সড়ক ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্ডি জেলাতেই ২২০ টি রাস্তার ক্ষতি হয়েছে। কুল্লুতে ৩০৫ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত ১০১ টি রাস্তা বন্ধ হয়ে পড়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *