October 13, 2025
SIL 3

আসন্ন মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন শুধুমাত্র মহিলারাই। এই নজিরবিহীন সিদ্ধান্তের ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৫ সালের বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন ১৪ জন মহিলা আম্পায়ার এবং ৪ জন মহিলা ম্যাচ রেফারি।

বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পাচ্ছেন – লরেন এজেনব্যাগ, ক্যান্ডিস লা বোর্দে, কিম কটন, সারা ডাম্বানেভানা, শাথিরা জাকির জেসি, কেরিন ক্লাস্তে, এন জননী, নিমালি পেরেরা, ক্লেয়ার পোলোসাক, বৃন্দা রাঠি, সু রেডফার্ন, এলোইস শেরিডান, গায়ত্রী বেণুগোপালন এবং জ্যাকলিন উইলিয়ামস। ম্যাচ রেফারি হিসেবে দায়িত্বে থাকছেন ট্রুডি অ্যান্ডারসন, শ্যান্ড্রে ফ্রিটজ, জিএস লক্ষ্মী এবং মিশেল পেরেইরা।

এই ঐতিহাসিক টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এবারের মহিলা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই গুয়াহাটিতে মুখোমুখি হবে এই দুই আয়োজক দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *