
অভিনেত্রী ইধিকা পাল এখন টলিউডের সেনসেশন! ঝুলিতে রয়েছে একের পর এক বড়পর্দার কাজ। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, এবার নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নায়িকা হচ্ছেন ইধিকা। যদিও এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে, কোনও কিছুই চূড়ান্ত হয়নি। পরিচালক বা নায়িকার তরফ থেকেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ২৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ইধিকা-সোহম জুটির নতুন ছবি ‘বহুরূপ’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এছাড়াও, তিনি অভিনয় করছেন অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’-ছবিতেও। শোনা যাচ্ছে, এই ছবিতে দেবের স্ত্রীর চরিত্রেই ধরা দেবেন তিনি।
তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ইধিকার অভিনয় নিয়ে এখনো পর্যন্ত নায়িকা কিংবা পরিচালক—কেউই মুখ খোলেননি। ফলে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ইধিকার ভক্তরা।