April 19, 2025
BIMAN 1

কত জন ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে, সেই হিসাব এখনও স্পষ্ট নয়। তবে কোনও কোনও সংবাদমাধ্যম সূত্রে খবর, দু’শোর বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। আমেরিকা থেকে অবৈধবাসী ভারতীয়দের নিয়ে বুধবার দুপুরে পঞ্জাবের অমৃতসরে শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে আমেরিকার বিমানটি। কোনও রকম খারাপ পরিস্থিতি যাতে না তৈরি হয়, এই বিষয়ে সতর্ক করা হয়েছে পঞ্জাব পুলিশকে। কড়া করা হয়েছে অমৃতসরের নিরাপত্তা। তবে বিমানটি ঠিক কোন সময়ে ভারতের মাটি স্পর্শ করবে, সেটা এখনও স্পষ্ট নয়। পঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, অবৈধ অভিবাসীদের জন্য বিমানবন্দরে আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে।      

ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজেদের দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ব্যবস্থা করেন। অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কিছু দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে আমেরিকা। তার মধ্যে ভারতও রয়েছে। মঙ্গলবার অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর ব্যবস্থা শুরু করেছে হোয়াইট হাউস। সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার সামরিক বিমান ‘সি-১৭’-এ চাপিয়ে তাঁদের ভারতে পাঠানো হচ্ছে।     

মঙ্গলবার সান আন্তোনিও থেকে বিমানটি উড়েছে ভারতের উদ্দেশে। যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। ভারতের মার্কিন দূতাবাসের মুখপাত্রও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। একটি সূত্রে দাবি করা হচ্ছে, বিমানটি অমৃতসরের কাছাকাছি কোনও সামরিক বিমানঘাঁটিতে নামতে পারে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *