
পহেলগামে জঙ্গি হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর লঞ্চ করে ভারতীয় সেনা। এর পর থেকে যুদ্ধের আবহ আরও জটিল হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ভারতের ডিফেন্স সেক্টরের একাধিক স্টকের দাম বাড়ল। বিশেষজ্ঞরা মনে করছেন, যুদ্ধের আবহে এই সব সংস্থার বিভিন্ন যুদ্ধ সরঞ্জামের উৎপাদন বাড়তে পারে। এই আশাতেই এই সমস্ত স্টক কেনায় আগ্রহ দেখাচ্ছেন লগ্নিকারীরা। তার জেরেই দাম বেড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার ভারত ডায়নামিক্সের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৪৯২ টাকা। মাজ়াগন ডক শিপবিল্ডার্সের স্টকের দাম ১.৮২ শতাংশ বেড়ে হয়েছিল ২ হাজার ৯২০ টাকা। হিন্দুস্তার অ্যারোনটিক্সের স্টকের দাম ১ শতাংশের কাছাকাছি বেড়ে হয়েছিল ৪ হাজার ৫৩৮ টাকা। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের স্টকের দাম প্রায় ২ শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৮৫৮ টাকা। কোচিন শিপইয়ার্ডের শেয়ার দর প্রায় দেড় শতাংশ বেড়ে হয়েছিল ১ হাজার ৪৯৯ টাকা। নিফটি ডিফেন্স সেক্টরাল ইনডেক্সও ১.১০ শতাংশ বেড়ে পৌঁছেছিল ৭ হাজার ১৬ পয়েন্টে।
ডিফেন্স সেক্টরের স্টকের দাম শুধু বৃহস্পতিবার বার নয়, পহেলগাম জঙ্গি হামলার পর থেকেই বাড়তে শুরু করেছিল। ডিফেন্স স্টকগুলির দাম বৃদ্ধির প্রসঙ্গে ওমনিসায়েন্স ক্যাপিটালের সিইও বিকাশ গুপ্ত বলেছেন, ‘অপারেশন সিঁদুরের পর ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলি বিভিন্ন অর্ডারের কাজ শেষের গতি কয়েকগুণ বাড়বে বলে আশা। এর জেরে রেভিনিউ এবং রোজগার বাড়বে। কেবল যুদ্ধ সরঞ্জাম নয়। এই আবহে সাইবার সিকিউরিটি,অয়েল অ্যান্ড গ্যাস, হাইড্রো প্রোজেক্ট, মিলিটারি লজিস্টিকের উৎপাদনও বাড়বে। তবে লগ্নির কথা ভাবলে কোনও স্টকের দাম, ভ্যালুয়েশন বিচার করে তবেই লগ্নি করা উচিত।’