
দেশবাসী পহেলগাঁওয়ে জঙ্গিহানার ঘটনায় শোকস্তব্ধ । ভূস্বর্গে পর্যটকদের ওপর নৃশংস হত্যার জন্য যে পাকিস্তানের মদত রয়েছে, এরকম ইঙ্গিতও পাওয়া গেছে। দুদেশের মধ্যে কূটনৈতিকভাবে লড়াইয়ের পাশাপাশি খেলাধুলো বন্ধ করারও প্রস্তাব উঠছে। এর মধ্যেই খেলার মাঠে পাক বাহিনীকে চুরমার করল ভারত। মাস কয়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে পরাস্ত করেছিলেন রোহিত-বিরাটরা।
দু’দেশের মধ্যে ক্রিকেট ম্যাচ চিরতরে বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনেক মহল থেকেই উঠছে। দুপক্ষ মুখোমুখি হলে যে ভারতই বাজিমাত করবে, তা যেন আবারও প্রমাণিত হল। এবার সাফল্য আনলেন ভারতের মেয়েরা। বেসবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারালেন ভারতের মেয়েরা। বিএফএ মহিলাদের বেসবল এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান । থাইল্যান্ডে শেষ ইনিংস পর্যন্ত ফলাফল ছিল ১-১। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ধরিত্রী হোম রান নিয়ে ভারতকে ম্যাচ জেতান।
মহিলাদের বেসবল টুর্নামেন্ট নিয়ে এমনিতে ভারতের ক্রীড়াপ্রেমীরা বিশেষ মাথা না ঘামালেও পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। মনে করা হচ্ছে, এই কঠিন সময়ে মহিলা বেসবল দলের পারফরম্যান্স আলাদা করে শক্তি জোগাবে। তাছাড়া এই টুর্নামেন্টে পরপর দুটি ম্যাচ জিতে যোগ্যতা অর্জনের দিকে বেশ অনেকটাই এগিয়ে গেল ভারত।