August 27, 2025
SIL 1

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে নির্ধারিত সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে, নয়তো অতিরিক্ত মাল পার্সেল হিসেবে বুক করাতে হবে। বুকিং ছাড়াই অতিরিক্ত মালপত্র নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অনেক সময় অতিরিক্ত মালপত্র বহনের ফলে কোচগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা যাত্রার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবার বিমানবন্দরের মতোই স্টেশনগুলোতে লাগেজ চেকিং আরও কঠোর হবে।

কোন ক্লাসে কতটুকু মালপত্র বিনামূল্যে বহন করা যাবে?

ফার্স্ট এসি কোচের যাত্রী : সর্বোচ্চ ৭০ কেজি

সেকেন্ড এসি কোচের যাত্রী : সর্বোচ্চ ৫০ কেজি

থার্ড এসি ও স্লিপার ক্লাস যাত্রী : সর্বোচ্চ ৪০ কেজি

জেনারেল ক্লাস যাত্রী : সর্বোচ্চ ৩০ কেজি

এর বাইরে প্রতিটি যাত্রী অতিরিক্ত ১০ কেজি মালপত্র বিনামূল্যে বহনের সুযোগ পাবেন। তবে এর বেশি হলে পার্সেল হিসেবে বুক করাতে হবে।

কোন কোন স্টেশনে শুরু হচ্ছে নতুন নিয়ম?

প্রথম ধাপে উত্তর মধ্য রেল ও উত্তর রেলের অন্তর্গত স্টেশনগুলোতে এই নিয়ম চালু হবে। এর মধ্যে প্রয়াগরাজ, মির্জাপুর, আলিগড়, লখনউ, বেনারস, টুন্ডলা ও এটাওয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশন রয়েছে।

রেল জানিয়েছে, যাত্রীদের ব্যাগ এখন বিমানবন্দরের মতোই পরীক্ষা করা হবে। এর জন্য স্টেশনে আধুনিক ইলেকট্রনিক মেশিন ও স্ক্যানার বসানো হচ্ছে। প্রতিটি প্রবেশ ও প্রস্থান গেটে মালপত্র স্ক্যান করা হবে এবং ব্যাগে ট্যাগ লাগানো বাধ্যতামূলক হবে। এমনকি কারও ব্যাগ নির্দিষ্ট আকারের চেয়ে বড় হলে, ওজন কম হলেও জরিমানা দিতে হতে পারে।

রেল কর্তৃপক্ষের দাবি, এই নিয়ম যাত্রীদের জন্য বোঝা নয়, বরং নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য জরুরি পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *