July 20, 2025
india pakistan flag1

সম্প্রতি ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। গত ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার এই ঘটনায় পরেই তাই অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মোদী সরকারের।

এবার কূটনৈতিক দিক দিয়ে প্রতিবেশী দেশকে কোণঠাসা করতে উদ্যত হল ভারত। সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের নিয়ে একাধিক প্রতিনিধি দল গঠন করা হচ্ছে। প্রতিটি দলেই থাকবেন পাঁচ থেকে ছয় জন সাংসদ। শাসক বিরোধী সাংসদ মিলিয়ে দল গঠন করা হলেও নেতৃত্বে শুধুমাত্র এনডিএ সাংসদেরাই থাকবেন।

সাংসদদের কাছে নাকি ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু রয়েছেন পুরো বিষয়টির তত্ত্বাবধানে। বিভিন্ন দেশে পাঠানো হবে এই সাংসদদের প্রতিনিধি দলগুলিকে। বিশেষজ্ঞ মহল মনে করছে, এই পদ্ধতিতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *