
তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রবিবার বিকেলে আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার আঞ্চলিক দল IPFT এই সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা বলেন গত ২৯ জুলাই মেঘালয় যারা পৃথক রাজ্যের দাবী করে থাকেন তাদের একটি সংগঠন NFNS এর একটি সভা হয় এবং এই সভায় সিদ্ধান্ত হয় দিল্লির যন্তরমন্তরে সিটিং ডেমোষ্টেশন করা হবে ডিসেম্বর মাসে NFNS এর ব্যানারে এবং দলের প্রধান দাবি তিপরাল্যান্ড এই দাবি দিবস উপলক্ষে ডিসেম্বর মাসে আগরতলার আস্তাবল ময়দানে মিছিল করে রাজ্যপালের কাছে পৃথক রাজ্যের দাবি জানিয়ে ডেপুটেশন প্রদান করা হবে।
পাশাপাশি তিনি আরো বলেন ভারতের গত ১ আগস্ট ভারতের নির্বাচন কমিশনের আমন্ত্রণ অনুযায়ী দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন আইপিএফটি দল। সাক্ষাৎকালে দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানান ভোটার তালিকা সংশোধন করার৷ পাশাপাশি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় নির্বাচন কমিশনারের সঙ্গে। সাংবাদিক সম্মেলন আইপিএফটি দলের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।