April 19, 2025
bumrah 22

আগেই জানা গিয়েছিল, আইপিএলের প্রথম তিনটি ম্যাচে জসপ্রীত বুমরাহ খেলতে পারবেন না। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বুমরাহের এই অভাব ভালই টের পাওয়া যাবে বলে জানিয়েছেন মাহেলা জয়বর্ধনে। মুম্বই ইন্ডিয়ান্স কোচের মতে, দলের বাকিদের এগিয়ে এসে বুমরাহের সেই জায়গাটা ভরাট করতে হবে।

সাংবাদিক বৈঠকে জয়বর্ধনে জানিয়েছেন, বুমরাহ বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ক্রমশ ওর উন্নতি হচ্ছে। তাই আপাতত কিছু দিন ওকে নজরে রেখে সেটা খেয়াল করতে হবে ও কেমন উন্নতি করছে । এই মুহূর্তে সবকিছু  ঠিকঠাকই যাচ্ছে। তবে ও প্রতি দিন উন্নতি করছে। যত দূর জানা যাচ্ছে বুমরাহ বেশ খুশি রয়েছেন এবং আশা করা হচ্ছে দ্রুত শিবিরে যোগ দিতে পারবে সে।

বুমরাহ না থাকায় ওই চারটি ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের বাকি বোলারদের এগিয়ে আসতে বলেছেন জয়বর্ধনে। তাঁর মতে, বুমরাহকে না পাওয়া নিঃসন্দেহে খুব কঠিন। কারণ ও বিশ্বের অন্যতম সেরা বোলার। অনেক বছর ধরে মুম্বই-এর হয়ে ভাল খেলে আসছে। তবে বুমরাহের এই অভাবে একটা রাস্তা খুঁজে বার করতেই হবে। সেক্ষেত্রে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে এবং প্রমাণ করতে হবে নিজেকে। ২৩ মার্চ চেন্নাইয়ের বিরুদ্ধে অভিযান শুরু করছে মুম্বই। প্রথম ম্যাচে হার্দিক পাণ্ড্য তাঁর নির্বাসনের কারণে খেলতে পারবেন না। তাই সূর্যকুমার যাদব অধিনায়কের ভুমিকায় থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *