January 22, 2025

এবার আরও এক জেহাদি অসম পুলিশের হাতে। অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) রবিবার গ্রেফতার করেছে আনসারুল্লা বাংলা টিমের ক্যাডার জহির আলিকে। পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত জহির আলি ধুবুরিতে ধরা পড়ে। তাকে নিয়ে সাম্প্রতিক কালে আনসারুল্লা বাংলা টিমের মোট তেরো জনকে গ্রেফতার করেছে এসটিএফ। তাদের মধ্যে এক জন বাংলাদেশি নাগরিকও রয়েছে।

পুলিশের অভিযোগ, রাজশাহি জেলার শাদ রাডি ওরফে সাব শেখকে অসমে পাঠানো হয়েছিল ভারতীয়দের মধ্যে এবিটি-র চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার জন্য। এসটিএফ প্রধান পার্থসারথি মহন্ত ‘অপারেশন প্রঘাত’ নামে অভিযানের কথা ঘোষণা করে মাঠে নামতেই একের পর এক এবিটি ক্যাডার ধরা পড়তে থাকে। রেহাই পায়নি শাদও। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র, বিস্ফোরক বাজেয়াপ্ত হয়েছিল।

গত ৩০ ডিসেম্বর কোকরাঝাড় পুলিশের সাহায্যে গ্রেফতার করা হয় মুখ্য অভিযুক্ত গাজি রহমানকে। তার নেতৃত্বেই এখানে স্লিপার সেল তৈরির চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করেই অসমে এবিটির সঙ্গে জড়িতদের চিহ্নিত করছে এসটিএফ। জহিরকে জেরা করেও বহু তথ্য মিলবে বলে আশাবাদী পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *