October 13, 2025
kalighater kaku 1

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় জামিনের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

গত মঙ্গলবার রাতে তাঁকে হেফাজতে নিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। আজ ফের বিচারভবনে ‘কাকু’র মামলা ওঠে। সেখানে আর তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানায়নি সিবিআই। উল্টে কেন্দ্রীয় এজেন্সির দাবি, হেফাজতে থাকাকালীন অসহযোগিতা করেছেন সুজয়কৃষ্ণ।

এদিন সিবিআইয়ের আইনজীবী ‘কাকু’কে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানান। তিনি বলেন, হেফাজতে থাকাকালীন সহযোগিতা করেননি সুজয়কৃষ্ণ। ‘কাকু’র আইনজীবী বলেন, তাঁর মক্কেল কোনও প্রভাবশালী ব্যক্তি নন। কোনও সরকারি দফতরের সঙ্গেও তিনি যুক্ত নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *