April 19, 2025
WhatsApp Image 2024-11-12 at 1.36.31 PM

বউবাজারে কংক্রিটের সুড়ঙ্গের ভিতর বিপদ এড়াতে সতর্ক মেট্রো রেল। প্রসঙ্গত মেট্রোর কাজে বারবার বউবাজারে বিপত্তি এসেছে। মাটির নীচে মেট্রোর সুড়ঙ্গে জল ঢুকেছে। উপরে ফাটল ধরেছে। ধস নেমেছে। এই সমস্যা মেটাতে এবার কংক্রিটের সুড়ঙ্গের ভিতর বাড়তি সুরক্ষা বলয় থাকছে।  বিশেষ ধরনের লোহার চাদর বসাচ্ছে KMRCL।  সেক্টর ফাইভ এবং হাওড়ার মধ্যে মেট্রো রেলপথে কাঁটা বউবাজার। কখনও সুড়ঙ্গে জল ঢুকে বিপত্তি। কখনও ধস। কখনও একাধিক বাড়িতে ফাটল। নতুন করে বিপদ এড়াতে উদ্যোগ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মাঝে বউবাজারে মাটির নীচে দুটি কংক্রিটের সুড়ঙ্গ। একটি সুড়ঙ্গের ভিতরে ১০৮ মিটার লম্বা লোহার টানেল তৈরি করা হচ্ছে। আরও একটি সুড়ঙ্গে ৯২ মিটার লম্বা লোহার চাদর বসানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি এই কাজ শেষ হতে এক মাস লাগবে। কৌশিক মিত্র, মুখ্য জনসংযোগ আধিকারিক, মেট্রো রেল জানিয়েছেন, টানেল সুরক্ষিত আছেই৷ এই কাজের ফলে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হল। এই বিষয়ে,  বিশ্বজিৎ সোম, স্ট্রাকচারাল এঞ্জিনিয়ার জানিয়েছেন, এটাকে বলাকে বলা হয় স্টিল লাইনার। যত স্টিফ হবে তত তার ভাইব্রেশন কমবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *